Friday, April 26, 2024
spot_img
Homeদেশধেয়ে আসছে ঘূর্ণঝড় 'মান্দাস', বাংলায় কতটা পড়বে প্রভাব, কি বলছে আবহাওয়া দফতর

ধেয়ে আসছে ঘূর্ণঝড় ‘মান্দাস’, বাংলায় কতটা পড়বে প্রভাব, কি বলছে আবহাওয়া দফতর

স্টাফ রিপোর্টার: শীতের আমেজ থাকলেও শুক্রবার থেকে বদল হতে চলেছে আবহাওয়া।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে শীতের আমেজ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত এই শীতের আমেজ থাকবে রাজ্যে। পাশাপাশি বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা সামান্য নামতে পারে কোথাও কোথাও। শুক্রবার থেকে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ৷

ধেয়ে আসছে ঘূর্ণঝড় 'মান্দাস', বাংলায় কতটা পড়বে প্রভাব, কি বলছে আবহাওয়া দফতর

এদিকে শীতের ইনিংস এর মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।

ধেয়ে আসছে ঘূর্ণঝড় 'মান্দাস', বাংলায় কতটা পড়বে প্রভাব, কি বলছে আবহাওয়া দফতর

সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শুক্রবার সকালের মধ্যেই যা তামিলনাড়ু ও পুরুচেরির উপকূলে আছড়ে পড়বে।যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার।সঙ্গে থাকবে ভারী বৃষ্টির দাপট। এই ঘূর্ণিঝড়ে নাম দেওয়া হয়েছে ‘মান্দাস’।ঘূর্ণিঝড়ের নামটি সৌদি আরবের দেওয়া।

ধেয়ে আসছে ঘূর্ণঝড় 'মান্দাস', বাংলায় কতটা পড়বে প্রভাব, কি বলছে আবহাওয়া দফতর

তবে আমাদের রাজ্য থেকে অনেক দূর থাকায় সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না বাংলায়।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে আন্দামান এবং দক্ষিণ অন্ধ্র উপকূলের দিকে এগোবে। এর জেরেই রাজ্যে বাড়বে তাপমাত্রা।আপাতত বৃষ্টিরও কোন সম্ভাবনা নেই।

Most Popular