Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যজি-২০ লোগোয় পদ্মফুল, বাঘ-ময়ূর নয় কেন? প্রশ্ন মমতার

জি-২০ লোগোয় পদ্মফুল, বাঘ-ময়ূর নয় কেন? প্রশ্ন মমতার

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা জি২০ গোষ্ঠীর লোগোয় পদ্মফুলের প্রতীক ব্যবহার করা হয়েছে। কেন বাঘ ও ময়ূরের প্রতীক ব্যবহার করা হয়নি? তা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা বলেন,

জি-২০ লোগোয় পদ্মফুল, বাঘ-ময়ূর নয় কেন? প্রশ্ন মমতার

‘‘প্রতীকে পদ্মফুলই ব্যবহার করা হল কেন? ভারতের সংস্কৃতি বোঝানোর আর কোনও উপায় কি ছিল না?’’ যদিও মমতা একই সঙ্গে জানিয়েছেন, তিনি ওই প্রতীক চিহ্নটি দেখলেও চুপ করেই থেকেছেন। কারণ তিনি মনে করেন এই ধরনের আলোচনা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সম্মানহানি করতে পারে।

জি-২০ লোগোয় পদ্মফুল, বাঘ-ময়ূর নয় কেন? প্রশ্ন মমতার

তবে তিনি বিষয়টি উত্থাপন করছেন না মানে এই নয় যে এই বিষয়টি হেলাফেলা করার মতো। বরং বিষয়টি কেন্দ্রের গুরুত্ব দিয়েই বিবেচনা করা উচিত।

Most Popular

error: Content is protected !!