Friday, April 26, 2024
spot_img
HomeUncategorized২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান

সংবাদ সংস্থা : পরের বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ।এই বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে আফগানিস্তান দল। বিশ্বকাপ সুপার লিগে ১৪ ম্যাচে ১১ জয়ে সব মিলিয়ে ১১৫ পয়েন্ট নিয়ে সপ্তম দেশ হিসেবে ২০২৩ একদিনের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান।

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশ সহ সুপার লিগের প্রথম আট দল সরাসরি একদিনের বিশ্বকাপে অংশ নেবে। পরের একদিনের বিশ্বকাপের আয়োজক ভারতের পাশাপাশি এখনও পর্যন্ত বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে।

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান

সেই তালিকায় যুক্ত হয় আফগানিস্তানের নাম। সপ্তম দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় আফগানরা। এখনও একটি জায়গা খালি আছে। এর জন্য লড়াই করবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস।

Most Popular