Friday, April 26, 2024
spot_img
Homeজেলাঅমাবস্যার ভরা কোটালে নদীবাঁধে ফাটল, ব্যাপক চাঞ্চল্য গোসাবায়

অমাবস্যার ভরা কোটালে নদীবাঁধে ফাটল, ব্যাপক চাঞ্চল্য গোসাবায়

বান্টি মুখার্জি, ক্যানিং: ভরা অমাবস্যার কোটালে সুন্দরবনের নদীবাঁধে ফাটল ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কালিদাসপুর এলাকার সারসা নদীতে। জানা গিয়েছে, এদিন সকালে এলাকার মানুষজন দেখতে পান, নদীবাঁধে ফাটল ধরেছে।

অমাবস্যার ভরা কোটালে নদীবাঁধে ফাটল, ব্যাপক চাঞ্চল্য গোসাবায়

নদীতে জোয়ারের সময় এমন ফাটল দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বর্তমানে শীতের মরশুমে মাঠে ধান সহ অন্যান্য ফসল রয়েছে। নদীবাঁধ ভেঙে নদীর লবণাক্ত জল এলাকায় ঢুকে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা। আর সেই কারণে এলাকার মানুষজন রয়েছেন আতঙ্কে। লবণাক্ত জল চাষের জমিতে ঢুকে পড়লে ব্যাপক ক্ষতির সম্মূখীন হতে হবে তাঁদের।

অমাবস্যার ভরা কোটালে নদীবাঁধে ফাটল, ব্যাপক চাঞ্চল্য গোসাবায়

বিপদ এড়াতে তাঁরা স্থানীয় প্রশাসনকে নদীবাঁধের ফাটলের কথা জানিয়েছেন। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নদীবাঁধ ফাটল মেরামতি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।ঘটনা প্রসঙ্গে গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরি জানিয়েছেন সারসা নদীবাঁধে প্রায় ৬০ ফুট ফাটল দেখা দিয়েছে।

অমাবস্যার ভরা কোটালে নদীবাঁধে ফাটল, ব্যাপক চাঞ্চল্য গোসাবায়

আতঙ্কের কিছু নেই। ইতিমধ্যে মেরামতির কাজ শুরু হয়েছে।
স্থানীয় জেলাপরিষদ সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, শীতের মরশুমে নদীতে জলস্তর কম থাকায় আতঙ্কের কিছু নেই। প্রশাসনের তরফে নদীবাঁধ ফাটল মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে।

Most Popular