Friday, April 26, 2024
spot_img
Homeজেলামাত্র ২০০ টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির আয়োজন, অভিনব উদ্যোগ পাথরপ্রতিমায়

মাত্র ২০০ টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির আয়োজন, অভিনব উদ্যোগ পাথরপ্রতিমায়

বিশ্ব সমাচার, পাথরপ্রতিমা : মাত্র ২০০ টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে অনুষ্ঠান বাড়ি। চিন্তা থাকবে না রান্না ও খাওয়ানোর বিষয়ে।হ্যাঁ সত্যিই তাই! এভাবেই দীর্ঘদিন চলে আসছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার জি – প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ দক্ষিণপাড়ায়। গ্রামের কমিটিকে মাত্র ২০০ টাকা দিলেই পাওয়া যাবে বাসনপত্র থেকে শুরু করে, রান্না করার রান্নি, এমন কি ক্যাটারিংয়ের লোকজন।

মাত্র ২০০ টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির আয়োজন, অভিনব উদ্যোগ পাথরপ্রতিমায়

প্রায় দেড় হাজার আমন্ত্রিতদের খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন এই গ্রামের কমিটি। রয়েছে রান্না করার বড় বড় হাড়ি, কড়া, গামলা থেকে শুরু করে যাবতীয় বাসনপত্র। রান্না করে আমন্ত্রিতদের খাইয়ে এই বাসনপত্র ধুয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বও কমিটির। আর তার বিনিময়ে অনুষ্ঠান বাড়ির লোকজনকে এই কমিটিকে দিতে হয় মাত্র ২০০ টাকা।

মাত্র ২০০ টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির আয়োজন, অভিনব উদ্যোগ পাথরপ্রতিমায়

শুধু তাই নয়, রান্নার পর অনুষ্ঠান বাড়ির সকল আমন্ত্রিতকে নিষ্ঠার সঙ্গে খাবার পরিবেশন করেন কমিটির সদস্যরা। এ বিষয়ে কমিটির দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি কানাই মন্ডল বলেন, “বাড়ির লোকজন অনুষ্ঠানের সব্জী, মসলা সহ যাবতীয় বাজার পত্র করে দিলে, বাকি সব দায়িত্ব কমিটি নিয়ে থাকে। সব্জি কাটা থেকে শুরু করে, রান্না করা, এমন কি খাওয়ানোর দায়িত্বও কমিটির সদস্যরা নিয়ে থাকেন।

মাত্র ২০০ টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির আয়োজন, অভিনব উদ্যোগ পাথরপ্রতিমায়

রান্নার জন্য যাবতীয় বাসনপত্রও কমিটি দিয়ে থাকে। প্রায় দেড় হাজার মানুষের খাওয়ানোর ব্যবস্থা করতে পারে এই কমিটি।” তিনি আরও বলেন, “গ্রামে একটি বিশালাক্ষী মন্দির রয়েছে। এই মন্দিরে প্রতিবছরই পুজোর সময় ভোগের আয়োজন করা হয়।

মাত্র ২০০ টাকাতেই সম্পূর্ণ হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির আয়োজন, অভিনব উদ্যোগ পাথরপ্রতিমায়

সেই ভোগ করার জন্য গ্রামবাসীদের ও বহিরাগত কিছু মানুষের সহযোগিতায় বাসনপত্র কেনা হয়। পরে কমিটির পক্ষ থেকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রামবাসীদের যেকোন অনুষ্ঠানে এই বাসনপত্র দেওয়া হবে। আর তার বিনিময়ে মাত্র ২০০ টাকা নেওয়া হবে।”

Most Popular