Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না’, নতুন তৃণমূলের অঙ্গীকার অভিষেকের

‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না’, নতুন তৃণমূলের অঙ্গীকার অভিষেকের

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আমি স্বচ্ছ প্রার্থীর পাশাপাশি দক্ষ প্রার্থীর কথা বলছি৷ এমন প্রার্থী যাঁর সাধারণ মানুষের জন্য কাজ করতে পারার ক্ষমতা থাকবে, এলাকায় যাঁর জনপ্রিয়তা রয়েছে, সততার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে এবং সারাবাছর মানুষের সেবায় নিয়োজিত থাকবেন৷তৃণমূল তৈরি৷

‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না’, নতুন তৃণমূলের অঙ্গীকার অভিষেকের

কালকে যদি নির্বাচন হয় তৃণমূল তৈরি৷ আমাদের পঞ্চায়েত ভণ্ডুল করে ব্যালট বক্স পুকুরে ফেলতে হবে না৷ ’’সম্প্রতি তৃণমূলের মঙ্গলকোটের বিধায়ক প্রকাশ্য সভায় বলেছেন, গতবার যে ভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এ বারও সেভাবেই হবে৷ সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় অভিষেক বলেছেন, ‘‘হবে না৷ আমি এখানে দাঁড়িয়ে বলছি হবে না৷ যত দম থাকুক, প্রয়োগ করে দেখাক, স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে৷

‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না’, নতুন তৃণমূলের অঙ্গীকার অভিষেকের

সেই বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রশাসনকে দেওয়া হয়েছে৷ যদি কোথাও কোনও বিক্ষিপ্ত ঘটনা ঘটেও, তা হলে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেবে৷ যদি কেউ ভাবে যে এলাকায় পঞ্চায়েত দখল করবে, পারবে না, কোনও দল করতে পারবে না৷ কোনও দলের ক্ষমতা নেই৷’’

‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না’, নতুন তৃণমূলের অঙ্গীকার অভিষেকের

পাশাপাশি, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণও করেছেন ডায়মন্ড হারবারের সংসদ।

‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না’, নতুন তৃণমূলের অঙ্গীকার অভিষেকের

তিনি বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?’’

Most Popular