Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যউচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন

স্টাফ রিপোর্টার: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক বদল আসছে আগামী শিক্ষাবর্ষ থেকে। অন্তত তেমনটাই পরিকল্পনা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য সরকার নয়া শিক্ষা নীতি তৈরি করছে। মূলত কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের শিক্ষা নীতিতে একাধিক বদল আনা হচ্ছে। ইতিমধ্যেই সেই শিক্ষানীতির খসড়া জমা পড়েছে মুখ্য সচিবের কাছে।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন

আর সেই শিক্ষানীতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিপুল বদল আনার কথা বলা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বছরে উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রীদের জন্য হবে দু’টি পরীক্ষা। প্রাথমিকভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শুধুমাত্র উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন

তার পরবর্তী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণি থেকেই চালু হয়ে যাবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া। সেমিস্টার সিস্টেম আনার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “গোটা বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেম নিয়ে আসা।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন

সিবিএসই-বা অন্যান্য দেশেও ক্লাস টুয়েলভ-এর পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই পরিকল্পনার পথে আমরা হাঁটছি। রাজ্য সরকারের অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে।’’

Most Popular

error: Content is protected !!