Friday, April 26, 2024
spot_img
Homeদেশ'আমি জঙ্গি নই', মুক্তি পেয়েই মন্তব্য রাজীব গান্ধী হত্যায় প্রধান দোষী নলিনীর

‘আমি জঙ্গি নই’, মুক্তি পেয়েই মন্তব্য রাজীব গান্ধী হত্যায় প্রধান দোষী নলিনীর

সংবাদ সংস্থা: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার ঘটনায় তিনি নির্দোষ। যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় জানালেন নলিনী শ্রীহরণ। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী সহ ছয় জনের মুক্তির আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

'আমি জঙ্গি নই', মুক্তি পেয়েই মন্তব্য রাজীব গান্ধী হত্যায় প্রধান দোষী নলিনীর

প্রায় ৩২ বছর কারাদণ্ড ভোগের পর তাঁদের মুক্তি দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট মুক্তির রায়ে স্পষ্টত খুশি নলিনী শ্রীহরণ। তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, তিনি জঙ্গি নন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর পাশে থাকার জন্য তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানান।

Most Popular