Friday, April 26, 2024
spot_img
Homeদেশবিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ৩৮ বিধায়ক

বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ৩৮ বিধায়ক

সংবাদ সংস্থা: গুজরাতে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন ৩৮-এর বেশি জয়ী বিধায়ক। নবীন প্রজন্মের উপর ভরসা রাখল গেরুয়া শিবির।বৃহস্পতিবার মোট ১৮২ আসনের মধ্যে ১৬০ জনের তালিকা ঘোষণা করল বিজেপি৷ তার মধ্যে যে গুরুত্বপূর্ণ নাম বাদ পড়েছে তার মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল, প্রাক্তন মন্ত্রী আরসি ফালদু ও প্রবীন নেতা প্রদীপসিনহ জাদেজা৷

বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ৩৮ বিধায়ক

এদিকে ভয়াবহ সেতু দুর্ঘটনা দেখেছিল গুজরাটের মৌরবি। বিপন্ন মানুষকে উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারাই। এমনকী প্রাক্তন বিধায়ক কান্তিলাল আমরুতিয়া নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারে নেমেছিলেন বলে খবর। এবার সেই ব্যক্তিকেই ভোটে লড়ার টিকিট দিল বিজেপি।

বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ৩৮ বিধায়ক

বর্তমানে বিধায়ক ব্রিজেশ মেরজার জায়গায় তাঁকে টিকিট দিল বিজেপি।বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ‘‘দল নিজের ১২৭ আসন জেতার রেকর্ড ভাঙতে চেষ্টা করবে৷ এ বার জয়ের রেকর্ড করবে গেরুয়া শিবির৷ নিজেদের রেকর্ডই ভাঙবে৷ আমরা এ বার ১৫০-এর বেশি আসন জিততে পারব৷’’

Most Popular