Friday, April 26, 2024
spot_img
Homeদেশনীরব মোদির ভারতে ফেরার আবেদন খারিজ লন্ডন হাইকোর্টে

নীরব মোদির ভারতে ফেরার আবেদন খারিজ লন্ডন হাইকোর্টে

সংবাদ সংস্থা: ভারতে ফেরার পথ আরও একধাপ এগোল পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদির।বুধবার ভারতে ফেরার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে তিনি যে আবেদন করেছিলেন তা খারিজ হয়ে গেল । নিজের মানসিক পরিস্থিতির কথা জানিয়ে লন্ডন হাইকোর্টে আবেদন করেছিলেন নীরব মোদি। কিন্তু এদিন সেই আবেদন খারিজ করে দিল লন্ডন হাইকোর্ট।

নীরব মোদির ভারতে ফেরার আবেদন খারিজ লন্ডন হাইকোর্টে

প্রসঙ্গত, পিএনবি সহ একাধিক ব্যাঙ্ক মিলিয়ে প্রায় ১৩০০০ কোটি টাকা জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়েছিলেন নীরব মোদি। ২০১৯ সালে লন্ডনের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। তাঁকে দেশে ফেরানোর দাবি জানিয়েছিল ভারত। তাঁকে ভারতে ফেরানোর ব্যাপারে সায় দেয় লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টও।

নীরব মোদির ভারতে ফেরার আবেদন খারিজ লন্ডন হাইকোর্টে

এরপরেই সেখানকার হাইকোর্টে আবেদন জানান নীরব মোদি। তার মানসিক স্বাস্থ্য ভাল নয় এই দাবিতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু লন্ডন হাইকোর্ট সেই দাবি খারিজ করে দেওয়ায় নীরবের দেশে ফিরতে আর কোনও আইনি বাধা রইল না।

Most Popular