Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যপার্থ নন, দুর্নীতির মূল নাটের গুরু সুবীরেশই! চার্জশিটে জানাল সিবিআই

পার্থ নন, দুর্নীতির মূল নাটের গুরু সুবীরেশই! চার্জশিটে জানাল সিবিআই

স্টাফ রিপোর্টার: পার্থ নন, এসএসসির নবম – দশম নিয়োগ কেলেঙ্কারির মূল নাটের গুরু সুবীরেশ ভট্টাচার্য।চার্জশিট পেশ করে এমনই জানিয়েছে সিবিআই। সূত্রের খবর, গত ২৭ অক্টোবরে পেশ করা চার্জশিটে রয়েছে এক ডজন নাম। ওই চার্জশিটে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে।

পার্থ নন, দুর্নীতির মূল নাটের গুরু সুবীরেশই! চার্জশিটে জানাল সিবিআই

তবে নাম নেই পার্থ চট্টোপাধ্যায়ের।জানা গিয়েছে চার্জশিটে সিবিআই জানিয়েছে, করোনার লকডাউনের সময় এসএসসির-র দফতর ছিল প্রায় ফাঁকা। এসএসসির-র চেয়ারম্যান সৌমিত্র সরকার ছুটিতে ছিলেন। সেই সুযোগে আচার্য সদনেই ছাপা হয়েছিল জাল সুপারিশপত্র। ২০১৬ সালের নবম – দশম নিয়োগ প্রক্রিয়া দেখভালের দায়িত্বে ছিলেন সুবীরেশ।

পার্থ নন, দুর্নীতির মূল নাটের গুরু সুবীরেশই! চার্জশিটে জানাল সিবিআই

সেই সুযোগে আচার্য সদনে ঢোকেন তিনি। যে সংস্থার ওপর ওএমআর শিট স্ক্যান করার দায়িত্ব ছিল তারা পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার নম্বরসহ সিডি দিয়েছিল সুবীরেশকে। সেই সিডি কখনও ওয়েবসাইটে আপলোডই হয়নি। তদন্তে সিবিআই আজও সেই সিডি খুঁজে পায়নি। পরীক্ষা ইতিহাসের প্রশ্নপত্রে ভুল ছিল। সেই প্রশ্ন খতিয়ে দেখতে এসএসসির-কে অনুরোধ করে পরীক্ষার্থীরা।

পার্থ নন, দুর্নীতির মূল নাটের গুরু সুবীরেশই! চার্জশিটে জানাল সিবিআই

সেই সংশোধিত প্রশ্নপত্রও ওয়েবসাইটে আপলোড করতে বাধা দেন সুবীরেশ।সিবিআইয়ের আরও দাবি, এসএসসির চেয়ারম্যান ছুটিতে থাকাকালীন এসব কারচুপি করে তাঁর ওপর দায় চাপাতে চেয়েছিলেন সুবীরেশ। এমনকী পরীক্ষার্থীরা যাতে অন্যের নম্বর দেখতে না পায় সেজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল ওয়েবসাইটে।

পার্থ নন, দুর্নীতির মূল নাটের গুরু সুবীরেশই! চার্জশিটে জানাল সিবিআই

তার কারচুপি ঢাকতে আগে ওএমআর শিট ও ইন্টারভিউর নম্বর ইচ্ছা মতো বদলেছেন সুূবীরেশ।দুর্নীতির জন্যই এমনটা করা হয়েছিল বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

Most Popular

error: Content is protected !!