Friday, April 26, 2024
spot_img
Homeদেশবায়ুদূষণে বেহাল দিল্লিবাসী, কাল থেকে বন্ধ প্রাথমিক স্কুল

বায়ুদূষণে বেহাল দিল্লিবাসী, কাল থেকে বন্ধ প্রাথমিক স্কুল

সংবাদ সংস্থা : রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা লাগামছাড়া। গত কয়েকদিন ধরেই কার্যত হাঁসফাঁস অবস্থা শহরবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র-রাজ্য দুই সরকারই। দায় এড়াতে একে অপরকে দুষছে।এই পরিস্থিতিতে দূষণ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সুপারিশ, অবিলম্বে চতুর্থ পর্যায়ের নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা দরকার।

বায়ুদূষণে বেহাল দিল্লিবাসী, কাল থেকে বন্ধ প্রাথমিক স্কুল

এই ব্যবস্থার অর্থ, ভিন রাজ্য থেকে দিল্লিতে কোনও ডিজেল গাড়ি ঢুকতে পারবে না। ডিজেল ট্রাক বা ম্যাটাডোরও নয়। পাশাপাশি দিল্লিতে গাড়ির সংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে। ডিজেল গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখতে হবে। প্রয়োজনে জোড়-বিজোড় নীতিও চালু করা হতে হবে।

বায়ুদূষণে বেহাল দিল্লিবাসী, কাল থেকে বন্ধ প্রাথমিক স্কুল

দিল্লিতে ঢোকার সব রাস্তায় ১২০টি পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। এছাড়া শহরে বাড়ি তৈরির কাজ আপাতত বন্ধ রয়েছে। সড়ক, ফ্লাইওভার-সংক্রান্ত সব কাজ বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, অফিস ভার্চুয়াল মাধ্যমে চালানোর আবেদনও করা হয়েছে।

বায়ুদূষণে বেহাল দিল্লিবাসী, কাল থেকে বন্ধ প্রাথমিক স্কুল

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছে, কাল থেকে রাজ্যে প্রাথমিক স্কুল বন্ধ রাখা হবে। দূষণ পরিস্থিতির উন্নতি না ওয়া পর্যন্ত এই নিয়মই জারি থাকবে। পাশাপাশি সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হোক, এমন সুপারিশও করা হয়েছে।

Most Popular