Sunday, May 19, 2024
spot_img
Homeদেশকংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে

কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে

সংবাদ সংস্থা: আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে । সামনে গুজরাট, হিমাচল সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আইসিইউ-তে চলে যাওয়া কংগ্রেসকে চাঙ্গা করাই এখন খাড়গের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে হারের পর সীতারাম কেশরীকে সরিয়ে কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সোনিয়ার গান্ধীর কাঁধে।

কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে

সে সময় দেশের মাত্র ৩টি রাজ্যে ক্ষমতায় ছিল হাত শিবির। খাড়গে এমন একটি সময় দলের দায়িত্ব নিলেন, যখন দেশের দু’টি মাত্র রাজ্যে এককভাবে ক্ষমতায় আছে দল।নভেম্বরে হিমাচলপ্রদেশে বিধানসভা নির্বাচন। ডিসেম্বর মাসে ভোট হতে পারে মোদী-শাহ রাজ্যে। সভাপতি হিসেবে দুই রাজ্যের বিধানসভা নির্বাচন এখন মল্লিকার্জুনের কাছে অ্যাসিড টেস্ট বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে

কেননা, হিমাচল এবং গুজরাটে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আভ্যন্তরীণ দ্বন্দ্ব সরিয়ে কংগ্রেসকে কতটা চাঙ্গা করতে পারবে, তা নির্ভর করছে খাড়গের দল পরিচালনার উপর। যদিও এই জল্পনাকে নস্যাৎ করেছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসকে শক্তিশালী এবং কর্মীদের চাঙ্গা করতে খাড়গে উপযুক্ত ভূমিকা নেবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

Most Popular

error: Content is protected !!