Friday, April 26, 2024
spot_img
Homeকলকাতাবেতন বৃদ্ধির দাবিতে এবার অবস্থান বিক্ষোভে রাজ্যের প্রধান শিক্ষকরা

বেতন বৃদ্ধির দাবিতে এবার অবস্থান বিক্ষোভে রাজ্যের প্রধান শিক্ষকরা

স্টাফ রিপোর্টার: বেতন বঞ্চনা-সহ এক গুচ্ছ দাবির ভিত্তিতে করুণাময়ী বাস টার্মিনাসের বটগাছের তলায় এবার অবস্থান বিক্ষোভে বসলেন রাজ্যেরই হাইস্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা। সোমবারই বিকাশভবন চলার ডাক দিয়েছিলেন তাঁরা। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে ১৪৪ ধারা জারি থাকার কারণে তাঁরা এবার করুণাময়ী বাস টার্মিনাসের সামনে বসে পড়েছেন।

বেতন বৃদ্ধির দাবিতে এবার অবস্থান বিক্ষোভে রাজ্যের প্রধান শিক্ষকরা

আন্দোলনকারী প্রধান শিক্ষকদের মূলত দাবি, বেতন বঞ্চনা। তাঁরা প্রধান শিক্ষক, শিক্ষকতার সঙ্গে যুক্ত, কিন্তু তার বাইরেও যে সরকারি প্রকল্প, সেই কাজও সামলাতে হচ্ছে।এক প্রধান শিক্ষক বলেন, “আমরা বিকাশ ভবন চলো অভিযানের ডাক দিয়েছিলাম।

বেতন বৃদ্ধির দাবিতে এবার অবস্থান বিক্ষোভে রাজ্যের প্রধান শিক্ষকরা

বেতন বঞ্চনার প্রতিবাদে সারা রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকাগণকে একত্রিত করতে পেরেছি। আলিপুরদুয়ার থেকে সাগর, বাঁকুড়া থেকে বহরমপুর প্রধান শিক্ষকরা ছুটির মধ্যেও অবস্থানে বসেছি।” তিনি বলেন, “এসএলএসটি, টেট উত্তীর্ণরা দু’বছর ধরে রাস্তায়।

বেতন বৃদ্ধির দাবিতে এবার অবস্থান বিক্ষোভে রাজ্যের প্রধান শিক্ষকরা

আমরা কীভাবে ঘরে থাকব, ওঁরাই তো রাজ্যের হবু শিক্ষক। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে এটাই জানান দিতে এসেছি।” দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Most Popular