Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্য১৮ কোটির ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল! চার্জশিটে কেষ্টর বিপুল সম্পত্তির উল্লেখ

১৮ কোটির ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল! চার্জশিটে কেষ্টর বিপুল সম্পত্তির উল্লেখ

স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার আসানসোল সিজেএম আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে।সিবিআই সূত্রের খবর, ৩৫ পাতার এই চার্জশিটে অনুব্রত মণ্ডলকে এই দুর্নীতিকাণ্ডের মূল পৃষ্ঠপোষক বলে চিহ্নিত করা হয়েছে।

১৮ কোটির ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল! চার্জশিটে কেষ্টর বিপুল সম্পত্তির উল্লেখ

দুর্নীতি দমন আইনে পেশ করা এই চার্জশিটে অনুব্রতর ৫৩টি সম্পত্তির দলিল, ১৮ কোটির ফিক্সড ডিপোজিট-সহ একাধিক তথ্য উল্লেখ করা হয়েছে।পাশাপাশি অনুব্রতের নামে চার্জশিটে প্রায় ২৫টি বেনামি দলিলের কথা উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এই বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রতের পরিবারের। দাবি করা হয়েছে, দেহরক্ষী সায়গলের মাধ্যমেই চলত গরুপাচারের কোটি কোটি টাকা লেনদেন।

১৮ কোটির ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল! চার্জশিটে কেষ্টর বিপুল সম্পত্তির উল্লেখ

পাচারকারীদের প্রোটেকশান দিতেন কেষ্ট! অনুব্রতের নামে চার্জশিটে চালকলের কথাও উল্লেখ করা হয়েছে। তিনটি চালকলের কথা বলা হয়েছে। চালকলগুলির নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও তুলে ধরা হয়েছে।অনুব্রতের দেহরক্ষী সহগল হোসেনের সঙ্গে গরু পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ফোনে কথা হত বলেও চার্জশিটে তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

১৮ কোটির ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল! চার্জশিটে কেষ্টর বিপুল সম্পত্তির উল্লেখ

গরু পাচার কাণ্ডে তিনটে সাপ্লিমেন্টরি চার্জশিট মিলিয়ে চারটে চার্জশিট জমা হল। শুক্রবার অনুব্রত মণ্ডলের নামে কেবলমাত্র চার্জশিট জমা পড়েছে। চারটে চার্জশিট মিলিয়ে মোট ১২ জনের নামের চার্জশিট জমা হল এদিন পর্যন্ত।

Most Popular

error: Content is protected !!