Friday, April 26, 2024
spot_img
Homeকলকাতাডেঙ্গিতে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

ডেঙ্গিতে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

স্টাফ রিপোর্টার: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ দমদম পুরসভা এলাকার বাসিন্দা, সায়ন হালদারের।সায়ন দশম শ্রেণির পড়ুয়া।সায়নের পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর দিন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল সে। রাত করে বাড়ি ফিরে সে জানায়, তার শরীর ভাল লাগছে না।

ডেঙ্গিতে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

ভোরের দিকে তার প্রবল জ্বর আসে। সায়নের পরিবার চিকিৎসকের পরামর্শে তাকে প্রয়োজনীয় ওষুধ দিলে তখনকার মতো জ্বর ছেড়ে যায়। কিন্তু, দশমীর দিন তার আবার জ্বর আসে। সঙ্গে শুরু হয় বমি। প্রথমে তাকে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে স্বাস্থ্যকর্মীরা তাঁকে নাগেরবাজার এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ডেঙ্গিতে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

সেখানে ডেঙ্গি চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় তাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে।সায়নের মৃত্যুর শংসাপত্রে লেখা হয়েছে ‘ডেঙ্গি শক সিনড্রোম’-এ তার মৃত্যু হয়েছে।

ডেঙ্গিতে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

এই নিয়ে পর পর দু’দিন শহরে দু’জনের ডেঙ্গিতে মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে অর্চনা দেবী নামে উত্তরপ্রদেশের এক তরুণী ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।

Most Popular