Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যকরা যাবে না গ্রেফতার, আরও ২ দিনের রক্ষাকবচ মানিকের

করা যাবে না গ্রেফতার, আরও ২ দিনের রক্ষাকবচ মানিকের

স্টাফ রিপোর্টার: আরও দুদিনের রক্ষা কবচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসৃত সভাপতি মানিক ভট্টাচার্য। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর আগে টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিককে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

করা যাবে না গ্রেফতার, আরও ২ দিনের রক্ষাকবচ মানিকের

তিনি বলেছিলেন, চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিককে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিককে।যদিও মানিককে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার যে নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছিল, তা বহাল রাখে সুপ্রিম কোর্ট। কিন্তু মঙ্গলবার রাতে সিবিআই দফতরে হাজিরা দেননি মানিক।

করা যাবে না গ্রেফতার, আরও ২ দিনের রক্ষাকবচ মানিকের

সিবিআই দফতরে না পৌঁছনোয় পুলিশ খোঁজ শুরু করে মানিকের। খুঁজে না পাওয়ায় যাদবপুর থানায় মানিকের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি করেন কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ।পরে ‘নিখোঁজ’ মানিকের খোঁজ পাওয়া যায় দিল্লিতে। বুধবার সকালে বঙ্গ ভবনের ৫১২ নম্বর রুমে দরজায় টোকা দিতেই বাইরে বেরিয়ে আসেন তিনি।

করা যাবে না গ্রেফতার, আরও ২ দিনের রক্ষাকবচ মানিকের

যদিও সামনে সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। বুধবারই আইনজীবীর মাধ্যমে রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন জানান মানিক। এদিন আরও দুদিনের জন্য স্বস্তি মিলল। শীর্ষ আদালতের নির্দেশ, এখনই তদন্তের উপর কোনও স্থগিতাদেশ থাকবে না।

করা যাবে না গ্রেফতার, আরও ২ দিনের রক্ষাকবচ মানিকের

সিবিআই তদন্ত চালিয়ে যাবে। তবে শুক্রবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।

Most Popular