Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যনম্বর বেশি থাকা সত্ত্বেও পাননি চাকরি ! কোর্টের হস্তক্ষেপে অবশেষে অবশেষে পেলেন...

নম্বর বেশি থাকা সত্ত্বেও পাননি চাকরি ! কোর্টের হস্তক্ষেপে অবশেষে অবশেষে পেলেন চাকরি

স্টাফ রিপোর্টার: যোগ্য ও নম্বর বেশি থাকা সত্ত্বেও চাকরি পাননি! ব্যাপারটি নজরে আসার পরই পুজোর আগেই এক চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিতে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-কে বললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রিয়ঙ্কা সাউ নামে এক ‘যোগ্য’ চাকরিপ্রার্থীকে পুজোর আগে চাকরি দিতে এসএসসিকে বলল আদালত।

নম্বর বেশি থাকা সত্ত্বেও পাননি চাকরি ! কোর্টের হস্তক্ষেপে অবশেষে অবশেষে পেলেন চাকরি

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ‘‘আজই আবেদনকারী এবং তাঁর আইনজীবীকে নিয়ে বৈঠক করে, আদালতকে আগামী সপ্তাহে রিপোর্ট দিতে হবে৷’’তবে, এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে জানানো হয়েছে, 2017 সালের মেধাতালিকা অনুযায়ী মূলত মহিলা ক্যাটাগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল৷

নম্বর বেশি থাকা সত্ত্বেও পাননি চাকরি ! কোর্টের হস্তক্ষেপে অবশেষে অবশেষে পেলেন চাকরি

কিন্তু, প্রিয়াঙ্কা সাউয়ের নম্বরের থেকে মহিলা ক্যাটাগরিতে অন্যদের নম্বর বেশি ছিল ৷ তাই তাঁকে চাকরি দেওয়া সম্ভব হয়নি৷ ফলে তিনি ওয়েটিং লিস্টে ছিলেন৷ তবে, কমিশনের সেই যুক্তি মানতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ পাল্টা বিচারপতি জানান, পুজোর আগে চাকরি দিতে হবে৷ কারণ, চাকরিপ্রার্থী অনেকদিন ধরে অপেক্ষা করছেন৷

Most Popular