Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যসোমে ২৩, মঙ্গলে আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ

সোমে ২৩, মঙ্গলে আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার : দুর্গাপুজোর আগে প্রাথমিকে আরও ৫৪ জনকে চাকরি দিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ৫৪ জন টেট (প্রাথমিকে শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) উত্তীর্ণকে চাকরি দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল।

সোমে ২৩, মঙ্গলে আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ

সেবছরই পরীক্ষা দিয়েছিলেন এই ৫৪ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায় তাঁরা টেট পাশ করেননি। স্বাভাবিকভাবেই সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ, পর্ষদের প্রশ্নে ভুল ছিল। ওই ৬ নম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।তারপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এই পরীক্ষার্থী।

সোমে ২৩, মঙ্গলে আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ

ভুল প্রশ্নগুলিতে যেসব পরীক্ষার্থী উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ওই পরীক্ষার্থীদের নম্বর বাড়ে। কিন্তু তার পরও তাঁদের কেন নিয়োগ করা হল না, এ নিয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা।এদিকে আদালতে পর্ষদ জানিয়েছে, আপাতত কোনও শূন্যপদ নেই।

সোমে ২৩, মঙ্গলে আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ

তাই এখনও তাঁদের নিয়োগ করা যায়নি। রাজ্য শূন্যপদ জানালে নিয়োগ করা হবে তাঁদের।এই যুক্তি গ্রহণ করেনি আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শূন্যপদ না থাকলে, প্রয়োজনে শূন্যপদ তৈরি করে মামলাকারীদের ২৮ সেপ্টেম্বরের মধ্যে সারতে হবে নিয়োগ প্রক্রিয়া।

সোমে ২৩, মঙ্গলে আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ

এর আগে, সোমবার ২৩ জন টেট উত্তীর্ণকে ২৩ দিনের মধ্যে চাকরির নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। অর্থাৎ কোর্টের নির্দেশ অনুসারে পুজোর আগেই সারতে হবে মোট ৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া।

Most Popular