Monday, April 29, 2024
spot_img
Homeদেশবিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিন নম্বরে গৌতম আদানি

বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিন নম্বরে গৌতম আদানি

সংবাদ সংস্থা : বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিন নম্বরে উঠে এলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। এমনটাই বলছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স । বর্তমানে আদানির থেকেও ধনী, এমন ব্যক্তি বিশ্বে মাত্র ২ জন। একজন হলেন আমাজন কর্তা জেফ বেজোস। অপরজন টেসলার মালিক ইলন মাস্ক।

বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিন নম্বরে গৌতম আদানি

গৌতম আদানির সম্পদ ১৩৭.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে । ৬০ বছরের এই ধনকুবের তার কয়লা থেকে বন্দর ব্যবসাকে বাড়িয়েই চলেছেন। এখানেই শেষ নয়, ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া ও অ্যালুমিনাম পর্যন্ত সবেতেই ব্যবসায়িক পারদর্শিতা দেখিয়েছেন আাদনি।

বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিন নম্বরে গৌতম আদানি

এখন ভারতের বৃহত্তম বেসরকারি-ক্ষেত্রের বন্দর, বিমানবন্দর অপারেটর, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আাদানি গোষ্ঠী।বর্তমানে আদানি গোষ্ঠী এখন ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর, বিমানবন্দর পরিচালক, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর এবং কয়লা খনির মালিক।

Most Popular