Friday, April 26, 2024
spot_img
Homeজেলাপূর্ণিমার ভরা কটালে নদী বাঁধ ভেঙে আবারও গ্রামে ঢুকলো নোনা জল

পূর্ণিমার ভরা কটালে নদী বাঁধ ভেঙে আবারও গ্রামে ঢুকলো নোনা জল

বিশ্ব সমাচার, সাগর : পূর্নিমার কটাল জলোচ্ছ্বাসের জেরে আবারও প্লাবিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের বঙ্কিমনগর এলাকা। বৃহস্পতিবার প্রায় ২০০ মিটারেরও বেশী নদীবাঁধ উপচে নদীর নোনা জল ঢুকতে শুরু করেছে গ্রামে। গতদিন ৩ দিন ধরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।

পূর্ণিমার ভরা কটালে নদী বাঁধ ভেঙে আবারও গ্রামে ঢুকলো নোনা জল

তবে গত কয়েকদিন ধরে রাজ্যের উপকূলীয় অঞ্চল গুলিতে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। তার উপর বুধবার রাত থেকে কোটালের প্রভাব পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে জোয়ারের সময় হঠাৎই বাঁধে ফাটল দেখা দেয়। এরপরই হু হু করে গ্রামে জল ঢুকতে শুরু করে।

পূর্ণিমার ভরা কটালে নদী বাঁধ ভেঙে আবারও গ্রামে ঢুকলো নোনা জল

নদীর জলে ইতিমধ্যেই গ্রামে প্লাবনের পরিস্থিতি তৈরী হয়েছে। বাঁধের কাছাকাছি থাকা একাধিক বাড়ি, পুকুর, জমিতে জল ঢুকেছে। আগামী ৩ দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে। উল্লেখ্য, গত গুরু পূর্ণিমার সময় কটালে এই নদী বাঁধটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল।

পূর্ণিমার ভরা কটালে নদী বাঁধ ভেঙে আবারও গ্রামে ঢুকলো নোনা জল

পরে সেচ দপ্তর তড়িঘড়ি বাঁধের মেরামত শুরু করে। সেই কাজও চলছিল জোর কদমে। কিন্তু কোটালের জলোচ্ছ্বাসে আবারও বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে গোটা গ্রাম। যদিও ব্লক প্রশাসন এই পরিস্থিতির ওপর নজর রাখছে।

Most Popular