Thursday, May 16, 2024
spot_img
Homeকলকাতাজাদুঘর গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ানের ১৪ দিনের পুলিশ হেফাজত

জাদুঘর গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ানের ১৪ দিনের পুলিশ হেফাজত

স্টাফ রিপোর্টার : শনিবার কলকাতার বুকে গুলি চালানোর ঘটনা প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী। তার জেরে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। এই ঘটনায় রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রকে।এবার জাদুঘর-কাণ্ডের হামলাকারী জওয়ান অক্ষয় মিশ্রকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।শনিবার নিউমার্কেট থানায় ম্যারাথন জেরার সম্মুখীন হয় আত্মসমর্পণকারী জওয়ান অক্ষয় কুমার মিশ্র।

জাদুঘর গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ানের ১৪ দিনের পুলিশ হেফাজত

সারারাত থানাতেই ছিলেন ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসাররা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমরনাথ যাত্রার ডিউটিতে যেতে রাজি ছিলেন না ওই জওয়ান। কিন্তু জোর করে তাঁকে পাঠানো হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও অমরনাথে যান অক্ষয়। অমরনাথ যাওয়ার পাঁচ দিনের মাথায় অক্ষয়ের বাবার মৃত্যু হয়। এর পরই তিনি ফিরে আসেন। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন অক্ষয়।

জাদুঘর গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ানের ১৪ দিনের পুলিশ হেফাজত

এ নিয়ে তাঁর মনে ক্ষোভ সঞ্চারিত হয় বলে পুলিশের অনুমান। রবিবার সকালে তাঁকে নিউ মার্কেট থানা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতে তোলা হয়, তার পরই নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে অক্ষয়কে আদালতে হাজির করা হলে, তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

জাদুঘর গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ানের ১৪ দিনের পুলিশ হেফাজত

আগামী ২১ আগস্ট ফের আদালতে তোলা হবে তাকে।তবে এই ঘটনায় রবিবার পুলিশের কাছে বিস্ফোরক দাবি করেছেন এই ধৃত জওয়ান।পুলিশকে দেওয়া জওয়ানের বয়ান অনুযায়ী, গত দু’মাস ধরে ঊর্ধ্বতন অফিসারের হাতে হেনস্থার শিকার হচ্ছিলেন।

জাদুঘর গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ানের ১৪ দিনের পুলিশ হেফাজত

সহকর্মীদের হেনস্থা, কটুক্তির শিকার হতেন তিনি। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়েই গুলি চালাতে হয়েছে। তবে রাগের বশেই এই কাণ্ড অক্ষয় ঘটিয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখচ্ছে পুলিশ।

Most Popular

error: Content is protected !!