Friday, May 17, 2024
spot_img
Homeরাজ্যরুটি হাতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

রুটি হাতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

স্টাফ রিপোর্টার: শিক্ষাক্ষেত্রে ‘কেলেঙ্কারি’র অভিযোগ তুলে এ বার হাতে রুটি নিয়ে আন্দোলনে নামলেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার ভৈরবস্থান মোড় থেকে তামলিবাঁধ মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা।

রুটি হাতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

ওই মিছিলে স্লোগান ওঠে, ‘নেতাদের ঘরে জমছে কোটি কোটি, আমাদের ঘরে জুটছে না রুটি’। চাকরিপ্রার্থীদের বিক্ষোভের একই ছবি দেখা গিয়েছে হুগলির চুঁচুড়ায়। সেখানে জেলা স্কুল পর্যবেক্ষকের দফতরের সামনেও বিক্ষোভ দেখান প্রাথমিক শিক্ষক পদের মেধাতালিকায়

রুটি হাতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

‘নট ইনক্লুডেড’ তকমা পাওয়া চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, দুর্নীতি করে যাঁদের চাকরিতে নিয়োগ করা হয়েছে, তাঁদের বরখাস্ত করে শীঘ্রই যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে।

Most Popular

error: Content is protected !!