Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য২২ কোটির নোট কবেকার? নোটবন্দির পর অত টাকা এল কী ভাবে? প্রশ্ন...

২২ কোটির নোট কবেকার? নোটবন্দির পর অত টাকা এল কী ভাবে? প্রশ্ন কুণালের

স্টাফ রিপোর্টার: ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধারের পর মন্ত্রীকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেই টাকা নিয়ে রবিবার নতুন প্রশ্ন উত্থাপন করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, “নোটবন্দির পর অত টাকা এল কী ভাবে?

২২ কোটির নোট কবেকার? নোটবন্দির পর অত টাকা এল কী ভাবে? প্রশ্ন কুণালের

টাকার উৎস কী? যে সময়ের দুর্নীতির কথা বলা হল, নোটগুলি যে সময়ের, তা মিলছে, কি মিলছে না, তা তদন্ত করে দেখা হোক। যে নোট উদ্ধার হয়েছে, সেগুলো নোটবন্দির পরের নোট। ২০১৪-১৫ সালের কেলেঙ্কারি যদি বলা হয়, তার পর নোটবন্দি হয়েছে। তা হলে এই নোট এল কী ভাবে? কেউ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করলে, এই প্রশ্ন উঠতে বাধ্য।’’

২২ কোটির নোট কবেকার? নোটবন্দির পর অত টাকা এল কী ভাবে? প্রশ্ন কুণালের

কুণাল রবিবার আবার বলেন, যাঁর বাড়ি থেকে টাকা মিলেছে, সেই অর্পিতার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই। কুণালের কথায়, “যে ভদ্রমহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, যা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি, তিনি তৃণমূলের কেউ নন।’’

Most Popular