Sunday, May 19, 2024
spot_img
Homeকলকাতা'মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও', জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

‘মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও’, জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

স্টাফ রিপোর্টার: সম্প্রতি প্যাকেটবন্দি এবং লেবেল-সাঁটা সমস্ত খাবারে জিএসটি ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার কোপ পড়েছে চাল, ডাল এবং প্যাকেটবন্দি মুড়ির উপরেও। বৃহস্পতিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এ নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও', জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

সরব হলেন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও।মমতা বলেন,”এক থালা মুড়ি খাব! মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতেও জিএসটি? চিঁড়েতেও জিএসটি? দইতেও জিএসটি? লস্যিতেও জিএসটি? নকুলদানায় কত জিএসটি? বাতাসায় কত জিএসটি? নিমপাতায় কত জিএসটি? লোকে কী খাবে? খাবে কী? মানুষ খাবে কী?”

'মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও', জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

এর পরেই স্লোগান তোলেন, ‘‘আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও! আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও!’’ এরপর গ্যাস সিলিন্ডারের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ইস্যুতেও একুশের মঞ্চ থেকে তোপ দাগেন তৃণমূল নেত্রী।নেত্রী বলেন, ”এই সিলিন্ডারেরও দাম বাড়ছে উত্তরোত্তর।

'মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও', জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

বুঝতেই পারছেন, আমরা কোন সরকারের আমলে বসবাস করছি।ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান। তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন। জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল।”

Most Popular

error: Content is protected !!