Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্য২১ জুলাই কেন? অন্য দিন সভা করুন, স্পষ্ট জানাল হাইকোর্ট

২১ জুলাই কেন? অন্য দিন সভা করুন, স্পষ্ট জানাল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: আদালতের তোপের মুখে পড়ল বিজেপি।বিজেপি নেত্রী নুপূর শর্মার পয়গম্বর বিতর্কের জেরে গত মাসে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে। উলুবেড়িয়া, ডোমজুড়-সহ বিভিন্ন এলাকায় বাড়ি ভাঙচুর এবং বিজেপির দলীয় কার্যালয়েও হামলা চালানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তারই বিরোধিতায় ২১ জুলাই ‘প্রতিবাদ দিবস’ পালনের ডাক দেয় পদ্মশিবির।

২১ জুলাই কেন? অন্য দিন সভা করুন, স্পষ্ট জানাল হাইকোর্ট

ওইদিন বিকেল চারটেয় রাধানগর এলাকায় পালটা সভা করার কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়া গ্রামীণ পুলিশ এই সভার অনুমতি না দেওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য একাধিক প্রশ্ন করেন মামলাকারীর আইনজীবীকে।বিচারপতি বিজেপির আইনজীবীর কাছে জানতে চান, ২১ জুলাই কেন করতে হবে সভা?

২১ জুলাই কেন? অন্য দিন সভা করুন, স্পষ্ট জানাল হাইকোর্ট

ওই দিনেই সভা করার কি বিশেষ কোনও কারণ রয়েছে? উত্তরে বিজেপির আইনজীবী জানান, অনেক আগে থেকেই এই কর্মসূচি ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করা হবে। বিচারপতি ফের প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যেদিন ইচ্ছা প্রচার করা যেতে পারে। সপ্তাহের যে কোনও দিন। সেক্ষেত্রে ২২ বা ২৩ শে জুলাই করলে অসুবিধা কীসের?

২১ জুলাই কেন? অন্য দিন সভা করুন, স্পষ্ট জানাল হাইকোর্ট

যদি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেন, আমি বলতে পারি না যে, তা করবেন না। কিন্তু এ ক্ষেত্রে তা নয়।এরপর বিজেপির আইনজীবী জানান, দিল্লি থেকে অনেক নেতা আসছেন। তাঁদের ওই তারিখের কথা বলা হয়ে গিয়েছে। সভার সব প্রস্তুতি নেওয়াও হয়ে গিয়েছে। তাই ২১ জুলাই সভা করা জরুরি। দরকার হলে আমাদের সন্ধ্যা ৬টায় সময় সভা করতে দেওয়া হোক। তাতেও অসুবিধা নেই।

২১ জুলাই কেন? অন্য দিন সভা করুন, স্পষ্ট জানাল হাইকোর্ট

পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, আপনাদের এই কর্মসূচির জন্য দিল্লি থেকে নেতারা আসছেন? আপনারা জানেন ওই দিন কলকাতায় একটি বড় সমাবেশ রয়েছে। শহরের যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।বিজেপির ওই আইনজীবী আদালতকে যুক্তি দিয়েছিলেন, রাজ্যে একটি রাজনৈতিক দল জনসভা করবে বলে অন্য দল করতে পারবে না?

২১ জুলাই কেন? অন্য দিন সভা করুন, স্পষ্ট জানাল হাইকোর্ট

জবাবে হাই কোর্টের বিচারপতি তাঁকে বলেন, একটি রাজনৈতিক দল কর্মসূচি করবে বলে অন্যরা করতে পারবে না, এটা যেমন হতে পারে না, তেমন সেই দিনের বাস্তব পরিস্থিতিও তো বিচার করতে হবে। আদালত স্পষ্টতই বিজেপিকে জানিয়ে দেয়, অন্য দিন করুন।কেউ বারণ করবে না।একই সঙ্গে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপির কাছে ওই সভা নিয়ে যাবতীয় তথ্য পেশ করতে বলেছে বুধবার (আজ)।

Most Popular

error: Content is protected !!