Saturday, May 18, 2024
spot_img
Homeদেশইজরায়েলি সংস্থার থেকে ৬৭ টি ড্রোন কিনছে ভারত

ইজরায়েলি সংস্থার থেকে ৬৭ টি ড্রোন কিনছে ভারত

সংবাদ সংস্থা: সীমান্ত সুরক্ষায় এবার ড্রোন ব্যবহারের উপর জোর দিতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক। আর এই কারণেই ইজরায়েলি সংস্থার কাছ থেকে ভারত ৬৭টি ড্রোন কিনতে চলেছে বলে খবর। ড্রোনগুলি ভারত-পাক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কাজে লাগানো হতে পারে বলে অনুমান।

ইজরায়েলি সংস্থার থেকে ৬৭ টি ড্রোন কিনছে ভারত

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কম বিতর্ক হয়নি। ইজরায়েলি এই স্পাইওয়্যার ভারতে সরকার ও বিরোধী পক্ষের নেতা, মন্ত্রী সহ ৪০ জনের বেশি বিশিষ্টজনের উপর নজরদারি চালায় বলে অভিযোগ উঠেছিল। যে বিতর্কের রেশ গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

ইজরায়েলি সংস্থার থেকে ৬৭ টি ড্রোন কিনছে ভারত

সেই বিতর্ককে দূরে সরিয়ে নয়দিল্লি এবার ইজরায়েলি সংস্থার সঙ্গে ড্রোন কেনার চুক্তি সারতে চলেছে বলে খবর। সবকিছু ঠিকঠাক চললে নজরদারির জন্য ৬৭টি ড্রোন কিনতে পারে প্রতিরক্ষামন্ত্রক।

Most Popular

error: Content is protected !!