Tuesday, May 21, 2024
spot_img
Homeরাজ্যরাজ্যে তিন হাজারের দোরগোড়ায় সংক্রমণ, চতুর্থ ওয়েভের আশঙ্কা

রাজ্যে তিন হাজারের দোরগোড়ায় সংক্রমণ, চতুর্থ ওয়েভের আশঙ্কা

স্টাফ রিপোর্টার: রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ।রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮৮৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।

রাজ্যে তিন হাজারের দোরগোড়ায় সংক্রমণ, চতুর্থ ওয়েভের আশঙ্কা

সেখানে আক্রান্ত ৭৪০ জন। তারপরই রয়েছে কলকাতা। ৭২৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ।২১৩ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা।একদিনে কোভিডের বলি ২ জন।সংক্রমণের নিরিখে কার্যত প্রত্যেকদিনই তৈরি হচ্ছে নয়া রেকর্ড। এই অবস্থায় চতুর্থ ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।

রাজ্যে তিন হাজারের দোরগোড়ায় সংক্রমণ, চতুর্থ ওয়েভের আশঙ্কা

তবে স্বাস্থ্য দফতরের একটি সূত্র জানাচ্ছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ এভাবে সংক্রমণ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর অগস্ট থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও মনে করা হচ্ছে।

Most Popular

error: Content is protected !!