Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যচলতি বছরে রাজ্যে প্রথম করোনায় মৃত্যু

চলতি বছরে রাজ্যে প্রথম করোনায় মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজ্যে খানিকটা কমল দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৯জন।শুক্রবার ১ হাজার ৭০০জনের বেশি ছিল সংক্রমিতের সংখ্যা। করোনায় দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়।

চলতি বছরে রাজ্যে প্রথম করোনায় মৃত্যু

একদিনে এখানে ৫৫০ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে কোভিড সংক্রমিতের সংখ্যা ৪২৯ জন। সবচেয়ে কম সংক্রমণ পুরুলিয়ায়।

চলতি বছরে রাজ্যে প্রথম করোনায় মৃত্যু

একদিনে মাত্র ১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের হদিশ মিলেছে।দৈনিক সংক্রমণ কমলেও তবে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। শনিবার করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

চলতি বছরে রাজ্যে প্রথম করোনায় মৃত্যু

হাসপাতাল সূত্রে খবর, ২৮ জুন করোনা আক্রান্ত ওই রোগী ভরতি হয়েছিলেন। তাঁর টিকা নেওয়া ছিল। শনিবার সকাল ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

Most Popular

error: Content is protected !!