Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য‘বাংলা আবাস যোজনার টাকা না পেলে দিল্লি যাব’: মমতা

‘বাংলা আবাস যোজনার টাকা না পেলে দিল্লি যাব’: মমতা

স্টাফ রিপোর্টার: ‘বাংলা আবাস যোজনা’র নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে। না হলে এই প্রকল্পে আর এক টাকাও দেওয়া হবে না রাজ্য সরকারকে। নবান্নকে চিঠি দিয়ে সেকথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তা নিয়ে তুঙ্গে বিতর্ক।

‘বাংলা আবাস যোজনার টাকা না পেলে দিল্লি যাব’: মমতা

এবার এইসব চাপানউতোরের মাঝে সোমবার বর্ধমানের নবাবহাটের গোদার মাঠের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার বাড়ি, সড়ক যোজনায় টাকা আটকে রাখা হয়েছে।

‘বাংলা আবাস যোজনার টাকা না পেলে দিল্লি যাব’: মমতা

আমি সাংসদদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। দেখি কী করছে। নইলে আমাকেও দিল্লি যেতে হতে পারে সমস্যা সমাধানের জন্য। যেকোনও রাজ্যের নামে বাড়ি থাকবে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের নামে যদি থাকে।

‘বাংলা আবাস যোজনার টাকা না পেলে দিল্লি যাব’: মমতা

বাংলায় থাকলে কিসের আপত্তি?” মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, “বাংলার বাড়ি চলবে। বাংলার রাস্তা চলবে। একশো দিনের কাজ চলবে।”

Most Popular