Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যরঞ্জন সব জানত, তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না: বিস্ফোরক উপেন

রঞ্জন সব জানত, তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না: বিস্ফোরক উপেন

স্টাফ রিপোর্টার : স্কুলে শিক্ষক নিয়োগ মামলায় তদন্তে ‘ঢিলেমি’ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন সিবিআই অধিকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস।প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তাঁর ফেসবুক পোস্ট রঞ্জন নামে এক ব্যাক্তির কথা উল্লেখ করেছিলেন।

রঞ্জন সব জানত, তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না: বিস্ফোরক উপেন

সেই রঞ্জনকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বুধবার হাইকোর্টের শুনানিতে উপস্থিত ছিলেন উপেন বিশ্বাস। এবার সেই রঞ্জনের প্রসঙ্গই টেনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আদালত সূত্রে খবর, এদিন বিচারপতি উপেন বিশ্বাসকে প্রশ্ন করেন, আপনি খুব শ্রদ্ধেয়।রঞ্জন গ্রেফতার হয়নি। কেন পুলিশকে জানালেন না?

রঞ্জন সব জানত, তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না: বিস্ফোরক উপেন

আপনি নিজেও মন্ত্রী ছিলেন। কেন রঞ্জন গ্রেফতার হল না?এনিয়ে উপেন বিশ্বাস বলেন, আমি সিবিআইয়ের ম্যান পাওয়ারে খুশি হইনি। সিবিআইয়ের ডিরেক্টরের উচিত আরও লোক নিয়োগ করা। না হলে পুনরাবৃত্তি হবে। যারা বোঝেন সেই মানুষদের থাকতে হবে। কিংপিন কি… সাধারণ অভিযুক্তদের গ্রেফতার করাও সম্ভব হবে না।

রঞ্জন সব জানত, তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না: বিস্ফোরক উপেন

উপেন বিশ্বাসের সাফ কথা, রঞ্জন মাত্র একটি ডট। মধ্যের মাকড়সা সে। সব জানত। তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না। দুর্নীতির শিকড় সামনে আনা উচিত। সিবিআই যেকোনও সময় আমায় ডাকতে পারে। আমি ফ্রি। শুধু তদন্ত প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ হোক।

Most Popular