Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য''পাস না করালে আত্মহত্যার করব'', উচ্চমাধ্যমিকে ফেল করে বিভিন্ন জায়গায় অবরোধ পড়ুয়াদের

”পাস না করালে আত্মহত্যার করব”, উচ্চমাধ্যমিকে ফেল করে বিভিন্ন জায়গায় অবরোধ পড়ুয়াদের

স্টাফ রিপোর্টার : উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ, কিন্তু তাদের পাস করিয়ে দিয়ে হবে এই দাবিতেই রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ পড়ুয়াদের। অকৃতকার্য ছাত্র ছাত্রীদের পাস করানোর দাবিতে সোমবার রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয় রাজারহাটে। এদিন রাজারহাট চৌমাথায় পুলিশের সঙ্গে বচসা বাঁধে ছাত্র ছাত্রীদের।

''পাস না করালে আত্মহত্যার করব'', উচ্চমাধ্যমিকে ফেল করে বিভিন্ন জায়গায় অবরোধ পড়ুয়াদের

তাঁদের দাবি, তাঁরা পরীক্ষায় পাশ করতে পারেননি। কিন্তু তাঁদের পাশ করাতে হবে। এই নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা।অন্যদিকে এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে যশোর রোড অবরোধ করে আত্মহত্যার হুমকি দেয় বনগাঁ কুমুদিনী স্কুলের পড়ুয়ারাও।

''পাস না করালে আত্মহত্যার করব'', উচ্চমাধ্যমিকে ফেল করে বিভিন্ন জায়গায় অবরোধ পড়ুয়াদের

অকৃতকার্য পরীক্ষার্থীদের পাশ না করানো হলে রাস্তাতে অনশন আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা।এছাড়াও ইংরেজিতে ফেল করা ছাত্রীদের পাস করাতে হবে, এই দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়া ছাত্রীরা। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানা এলাকার বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের।

''পাস না করালে আত্মহত্যার করব'', উচ্চমাধ্যমিকে ফেল করে বিভিন্ন জায়গায় অবরোধ পড়ুয়াদের

স্কুল সূত্রে জানা গিয়েছে, এবছর ওই স্কুলে উচ্চ মাধ্যমিকে ১৫৩ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এদের মধ্যে ৫৪ জন অকৃতকার্য হয় ইংরেজিতে। অকৃতকার্য প্রত্যেক ছাত্রীদের পাস করাতে হবে, এই দাবি তুলে রানাঘাট-আড়ংঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা।

''পাস না করালে আত্মহত্যার করব'', উচ্চমাধ্যমিকে ফেল করে বিভিন্ন জায়গায় অবরোধ পড়ুয়াদের

এদিকে বীরভূমের সাঁইথিয়ার শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয় এর প্রায় ৩১০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিলো, আর তারমধ্যে ২৯০ পরীক্ষার্থীরই ফেল দেখানো হচ্ছে বলে দাবি ছাত্রীদের। এরপরেই পাস করিয়ে দেবার দাবিতে বিদ্যালয়ের সামনে সাঁইথিয়া – লাভপুর চৌহাট্টা যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

Most Popular