Monday, April 29, 2024
spot_img
Homeকলকাতাএলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলা

এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলা

স্টাফ রিপোর্টার: দিনেদুপুরে পার্কসার্কাস এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দু’জনের। গুলিতে মৃত্যু হয়েছে এক মহিলার। মহিলাকে গুলির পর ‘আত্মঘাতী’ এক পুলিশকর্মীও৷ঘটনাটি ঘটেছে, বাংলাদেশ হাইকমিশনের দফতরের লোয়ার রেঞ্জ রোডে৷

এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী৷ সেই সময় একটি বাইকের পিছনে বসে যাচ্ছিলেন এক মহিলা৷ পুলিশকর্মী এলোপাথারি গুলি ছুড়তে থাকায় ওই মহিলা গুলিবিদ্ধ হন৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলা

এরপর পুলিশ কর্মী আরও একটি গুলি চালালে সেটি গিয়ে লাগে বাইক চালকের পিঠে।তিনি আহত হন। এরপর আরও কয়েক রাউন্ড গুলি চালান তিনি। এর পরেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী৷সূত্রের দাবি, ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে ডিউটি ছিল ওই পুলিশ কর্মীর।

এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলা

প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী।এদিকে দিনে দুপুরে পার্কসার্কাসে বাংলাদেশ দূতাবাসের সামনে এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কড়েয়া থানা এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলা

দেহ দু’ টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কর্মীর গলার কাছে ক্ষত চিহ্ন রয়েছে। কিন্তু কেন এভাবে গুলি চালালেন ওই পুলিশ কর্মী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলা

এদিন ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানিয়েছেন, এক বছর আগে কাজে যোগ দিয়েছিলেন ওই যুবক। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Most Popular