Thursday, May 16, 2024
spot_img
Homeজেলাবকখালিতে বাঁধ পরিদর্শনে এসে রাজ্যকে তোপ দিলীপের

বকখালিতে বাঁধ পরিদর্শনে এসে রাজ্যকে তোপ দিলীপের

স্টাফ রিপোর্টার: দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকার কাকদ্বীপ মহাকুমার বিভিন্ন বেহাল নদীবাঁধ ঘুরে দেখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে বকখালিতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নামখানার বিভিন্ন জায়গার বেহাল নদীবাঁধ ঘুরে দেখেন তিনি।

বকখালিতে বাঁধ পরিদর্শনে এসে রাজ্যকে তোপ দিলীপের

কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। ছবি তোলেন বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের।এদিন বকখালির মুন্সি রোডে স্থানীয় ক্লাবের আয়োজনে ৬ দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।পাশাপাশি, ক্রিকেট খেলেন দিলীপ ঘোষ। ব্যাটিংয়ের পাশাপাশি বলও ঘোরান বিজেপি সাংসদ।

বকখালিতে বাঁধ পরিদর্শনে এসে রাজ্যকে তোপ দিলীপের

এরপরই নদীবাঁধ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন দিলীপ।তিনি বলেন, ‘ আয়লার পর প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা কেন্দ্র দিয়েছে কংক্রিট বাঁধ তৈরির জন্য। কয়েকটি জায়গায় ক্রংক্রিটের বাঁধ, বাকি জায়গায় মাটির, কেন্দ্রের দেওয়া টাকা গেল কোথায়?

বকখালিতে বাঁধ পরিদর্শনে এসে রাজ্যকে তোপ দিলীপের

মাস্টার প্ল্যান হওয়া উচিত, বাঁধ নিয়ে রাজ্য সরকার কিছুই করেনি। মাটির বাঁধ তৈরি করে টাকা নয়ছয় হয়েছে। আয়লা, ইয়াস, আমফান… নাম লেখানো হয়, ফর্ম ফিলাপ হয়, কিন্তু পায় না। কেন্দ্রের টাকা লুঠ করে নেতারা দোতলা- তিনতলা বাড়ি করেছে।’

বকখালিতে বাঁধ পরিদর্শনে এসে রাজ্যকে তোপ দিলীপের

তিনি আরও বলেন, ‘শীঘ্রই আমি কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখ ওয়াতের সঙ্গে দেখা করব। তাকে ছবিসহ বিস্তারিত রিপোর্ট দেব।’

Most Popular

error: Content is protected !!