Friday, April 26, 2024
spot_img
Homeজেলাদমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, পড়ল গাছপালা

দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, পড়ল গাছপালা

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসলো কাকদ্বীপ শহর। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। এরপরই সন্ধ্যা ৬টা নাগাদ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে থাকে।

দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, পড়ল গাছপালা

প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই তান্ডব। দমকা হাওয়ায় বেশকিছু বাড়ির চালা উড়ে গিয়েছে। এছাড়াও প্রচুর গাছ পড়ে গিয়েছে বলে জানা যায়। তবে দমকা হাওয়া শুরু হতেই ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ২ ঘন্টা কাকদ্বীপ বাজারে ইলেকট্রিক ছিল না।

দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, পড়ল গাছপালা

প্রায় ৮টা নাগাদ ইলেকট্রিক আসে। তবে কাকদ্বীপ বাজারের আসেপাশে দীর্ঘ সময় ইলেকট্রিক ছিল না। মূলত গাছপালা পড়ে যাওয়ার কারণে ইলেকট্রিক বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি সাগর, পাথরপ্রতিমা ও নামখানাতেও একই ভাবে প্রবল ঝড় ও বৃষ্টি হয়।

দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, পড়ল গাছপালা

দমকা হাওয়ায় কাকদ্বীপের লট নম্বর ৮- এর ১ নম্বর জেটি ঘাট ক্ষতিগ্রস্থ হয়। ফলে ৪ নম্বর জেটি ঘাট থেকে ভেসেল চলাচল করে।

Most Popular