Thursday, May 16, 2024
spot_img
Homeরাজ্যস্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর,বাতিল লাইসেন্স, হুঁশিয়ারি মমতার

স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর,বাতিল লাইসেন্স, হুঁশিয়ারি মমতার

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়। বাদ যাবে হাসপাতালের লাইসেন্স। হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে জনপ্রতিনিধিরা তাঁর কাছে অভিযোগ জানান, অনেক হাসপাতালই অপারেশনের সময় ‘স্বাস্থ্যসাথী’ কার্ড প্রত্যাখ্যান করছে,

স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর,বাতিল লাইসেন্স, হুঁশিয়ারি মমতার

নানা টালবাহানায় সমস্যায় পড়ছেন রোগী ও তাঁর পরিবার। সময়মত অস্ত্রোপচার না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না বলেও জানান তাঁরা। শুধু বেসরকারি হাসপাতালই নয়, অনেক সময় সরকারি হাসপাতালের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে।এরপর মুখ্যমন্ত্রী জানান, ‘কোনও হাসপাতাল কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে যেন থানায় গিয়ে অভিযোগ করা হয়।

স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর,বাতিল লাইসেন্স, হুঁশিয়ারি মমতার

এর পর সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানাবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর।’ তিনি আরও জানান, ‘কার্ডের উপর হেল্পলাইন নম্বর রয়েছে। তাতেও ফোন করে অভিযোগ জানাতে হবে। এই কার্ডের কোনও রিনিউয়াল করাতে হয় না। মিথ্যে বললে হাসপাতালের লাইসেন্স কেটে দেব। অবশ্যই অভিযোগ করবেন।’

Most Popular

error: Content is protected !!