Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যলাউডস্পিকার ব্যবহার মৌলিক অধিকার নয়, রায় ইলাহাবাদ হাইকোর্টের

লাউডস্পিকার ব্যবহার মৌলিক অধিকার নয়, রায় ইলাহাবাদ হাইকোর্টের

সংবাদ সংস্থা : সম্প্রতি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বিসৌলি মহকুমার এক মসজিদ কর্তৃপক্ষ আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের আবেদন জানিয়েছিলেন প্রশাসনের কাছে। কিন্তু মহকুমাশাসক অনুমতি না দেওয়ার মৌলিক অধিকারের প্রসঙ্গ তুলে হাই কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন খারিজ করে দিল ইলাহাবাদ হাই কোর্ট।

লাউডস্পিকার ব্যবহার মৌলিক অধিকার নয়, রায় ইলাহাবাদ হাইকোর্টের

উত্তরপ্রদেশের ইলাহাবাদ হাই হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।

Most Popular