Friday, April 26, 2024
spot_img
Homeদেশউচ্চশিক্ষার জন্য পাকিস্তানে না যাওয়ার সতর্কবার্তা দিল ইউজিসি

উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে না যাওয়ার সতর্কবার্তা দিল ইউজিসি

সংবাদ সংস্থা : ভারতীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে না যাওয়ার সতর্কবার্তা দিল ইউজিসি এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন।শনিবার ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন, সাম্প্রতিক কালে বেশ কিছু ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গিয়ে আর দেশে ফেরেননি। সে কারণেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে না যাওয়ার সতর্কবার্তা দিল ইউজিসি

ভারতে বসবাসকারী নাগরিকদের পাশাপাশি অনাবাসী ভারতীয় পড়ুয়াদেরও উদ্দেশেও ওই বিজ্ঞপ্তি।ইউজিসি এবং এআইসিটিই জানিয়েছে, পাকিস্তানের কোনও কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করলে, সেই শংসাপত্রকে স্বীকৃতি দেওয়া হবে না। ফলে ভারতে ওই পড়ুয়াদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি, পাকিস্তানে পাওয়া ওই ডিগ্রি উচ্চশিক্ষার কাজেও ব্যবহার করা যাবে না।

Most Popular