Friday, April 26, 2024
spot_img
Homeজেলালখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

লখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

সংবাদ সংস্থা : লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে মাস দু’য়েক বাইরে থাকার পর ফের জেলে যেতে হবে উত্তরপ্রদেশের প্রভাবশালী এই বিজেপি নেতাকে। এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।গত ৯ অক্টোবর মূল অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। প্রায় চারমাস বাদে গত ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে।

লখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

ফলে চারমাস বাদে জেল থেকে বেরিয়ে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারও করেছেন আশিস মিশ্র। ওই ঘটনায় নিহত তিন কৃষকের পরিবার আশিসের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তাঁদের আবেদনের ভিত্তিতেই আশিসের জামিন খারিজ করল সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে এলাহাবাদ আদালতকে এই মামলা নতুন করে শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Most Popular