Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যএক লাফে বাড়ল কেরোসিনের দাম, প্রতিবাদে ডিলাররা

এক লাফে বাড়ল কেরোসিনের দাম, প্রতিবাদে ডিলাররা

স্টাফ রিপোর্টার : বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এই অবস্থায়, আম জনতার জ্বালা আরও বাড়ল। চড়ল কেরোসিনের দামও।মার্চ-এপ্রিল মাসে লিটারে ২২ টাকা বেড়েছে কেরোসিনের দাম। গণবণ্টন ব্যবস্থায় ৮০ টাকা লিটার দরে কেরোসিন কিনতে হচ্ছে সাধারণ মানুষকে!

এক লাফে বাড়ল কেরোসিনের দাম, প্রতিবাদে ডিলাররা

এর জন্য দায়ী কেন্দ্রের জনবিরোধী নীতি – এই অভিযোগ তুলে মঙ্গলবার খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিলেন রাজ্য কেরোসিন ডিলার্স অ্যাসোয়িসেশনের সদস্যরা।ডিলারদের অভিযোগ, কেরোসিনের দাম লাগামছাড়া হয়ে যাওয়ায় গণবন্টন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যা মেটাতে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের আলোচনার প্রস্তাব দিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে ডেপুটেশন দেন তাঁরা।

Most Popular