Thursday, May 16, 2024
spot_img
HomeUncategorizedশেষ ভারতের বিশ্বকাপ অভিযান

শেষ ভারতের বিশ্বকাপ অভিযান

সংবাদ সংস্থা : প্রোটিয়া বধ করলে শেষ চারে জায়গা পাকা করত ভারত৷ ব্যাটাররা নিজেদের কাজ করলেও দলকে জেতাতে পারল না দলের বোলিং ইউনিট৷ শেষ বলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শেষ ভারতের বিশ্বকাপ অভিযান৷এদিন টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা বেশ ভাল করে ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ওপেনিং জুটিতে ৯১ রান জোড়েন। শেফালি ভার্মা ব্যক্তিগত ৫৩ রানে আউট হন।পরে স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ৮০ রানের পার্টনারশিপ গড়েন।

শেষ ভারতের বিশ্বকাপ অভিযান

ব্যক্তিগত ৭১ রানে ফেরেন স্মৃতি মান্ধানা। এরপরে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন মিতালি ও হরমনপ্রীত। মিতালি ফেরেন ৬৮ রানে।হরমনপ্রীত ভাল খেললেও পঞ্চাশ করতে পারেননি। ৪৮ রানে থামেন তিনি। একসময়ে অবশ্য মনে হয়েছিল ভারত তিনশো ছুঁতে পারবে। সেই জায়গায় ভারত ৭ উইকেটে করে করে ২৭৪ রান।জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে প্রোটিয়ারা। লিজলি লি মাত্র ৬ রানে রান আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটের জুটিতে লরা উলভার্ট এবং লারা গুডাল তোলেন ১২৫ রান। এই জুটির বিশাল রানই ম্যাচ ভারতের হাত থেকে অনেকটা দূরে নিয়ে চলে গিয়েছিল। এরপর টিম ইন্ডিয়া কিছুটা কামব্যাক করার চেষ্টা করে।শেষ দু’ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৪ রান। সেখান থেকে একটা সময় ৩ বলে ৪ রান পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যান ভারতের বোলাররা। শেষ ওভারের চতুর্থ বলে প্রোটিয়া ব্যাটার লং অনে ক্যাচ দিয়ে দেন। কিন্তু তার পরই দেখা যায় সেটি নো বল ছিল। আর ওই নো বলের জন্য হারতে হয় ভারতকে।

Most Popular

error: Content is protected !!