Wednesday, May 15, 2024
spot_img
Homeকলকাতাবিশ্বভারতী নিয়ে পুলিশসুপারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

বিশ্বভারতী নিয়ে পুলিশসুপারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ঃ বিশ্বভারতীর ছাত্র বিক্ষোভ নিয়ে গত কয়েকদিনে বারবার উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। এবার সেই আঁচ এসে পড়ল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা মেরে রেখেছে। এই নিয়ে বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। একইসঙ্গে পুলিশসুপারকে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকতেও বলা হয়েছে।

বিশ্বভারতী নিয়ে পুলিশসুপারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

মূলত বিশ্বভারতীর অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ। সোমবার ফের ছিল সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষে তালা দিয়ে রেখে পঠনপাঠনে কোনওরকম অন্তরায় সৃষ্টি করছে কি না, যদি তালা দেওয়া হয় তা হলে তা কেন দেওয়া হয়েছে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে বীরভূমের পুলিশসুপারকে।

Most Popular