Friday, April 26, 2024
spot_img
Homeদেশইউক্রেনে পণবন্দি নয় ভারতীয় পড়ুয়ারা, রাশিয়ার দাবি নাকচ বিদেশমন্ত্রকের

ইউক্রেনে পণবন্দি নয় ভারতীয় পড়ুয়ারা, রাশিয়ার দাবি নাকচ বিদেশমন্ত্রকের

সংবাদ সংস্থা : রাশিয়ার দাবি খারিজ করল ভারত ৷ বুধবার রাশিয়া ভারত সরকারকে জানিয়েছিল, ইউক্রেনে থাকা ভারতীয়রা ইউক্রেন সেনার হাতে পণবন্দি হয়ে রয়েছে ৷ আর তাই তারা যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে বেরিয়ে আসতে পারছে না ৷বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে সেই যুক্তি নাকচ করল৷বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “ইউক্রেনে আমাদের দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে ৷”

ইউক্রেনে পণবন্দি নয় ভারতীয় পড়ুয়ারা, রাশিয়ার দাবি নাকচ বিদেশমন্ত্রকের

তিনি ইউক্রেনের সদর্থক ভূমিকা উল্লেখ করে লেখেন, “আমরা খেয়াল করেছি ইউক্রেন কর্তৃপক্ষের সহযোগিতায় বহু ভারতীয় পড়ুয়া বুধবার খারকিভ ছেড়ে বেরিয়ে এসেছে ৷ কোনও ছাত্রের কাছ থেকে বন্দি থাকা সংক্রান্ত খবর পাইনি ৷”

Most Popular