Friday, April 26, 2024
spot_img
Homeজেলাআনিস খানের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, দাবি তৃণমূলের

আনিস খানের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, দাবি তৃণমূলের

সানওয়ার হোসেন, কুলপি: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কর্মীরা ১১৭ নং জাতীয় সড়কের কুলপি মোড়ে পথসভা করেন। প্রয়াত ছাত্রনেতার আত্মার শান্তি কামনা করে নীরবতা পালনের মাধ্যমে এই প্রতিবাদ সভা শুরু হয়।

আনিস খানের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, দাবি তৃণমূলের

সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, কুলপি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাসিরউদ্দিন বলদিয়া, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার, ছাত্রনেতা আলি আখতার সাঁপুই, যুব সভাপতি শামসুর আলম মির সহ কুলপির ১৪টি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতারা।বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, আনিস খান কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।

আনিস খানের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, দাবি তৃণমূলের

কিন্তু এটাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করতে দেওয়া যাবে না। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, ছাত্রনেতা আনিস খান তৃণমূল সমর্থক ছিলেন। সেটা তাঁর ফেসবুক স্ট্যাটাস ফলো করলেই বোঝা যায়। কিন্তু এসএফআই সহ অন্যান্য সংগঠন ও রাজনৈতিক দল তাদের সমর্থক বলে দাবি করে রাজনীতি করছে।

Most Popular