Saturday, May 18, 2024
spot_img
Homeবিদেশইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা দূতাবাসের

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা দূতাবাসের

সংবাদ সংস্থা : সোমবার সকালেই ইউক্রেনের তরফে দাবি করা হয়েছিল যে রাশিয়া সেনার গতি কমে এসেছে। এই পরিস্থিতিতে রাজধানী কিয়েভের উপর জারি কার্ফু প্রত্যাহার করা হয়েছে।আর এরপরই কিয়েভে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্দেশে নয়া নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। নয়া নির্দেশিকায় বলা হয়েছে যাতে কিয়েভে থাকা ভারতীয় পড়ুয়ারা অবিলম্বে পশ্চিম ইউক্রেনের দিকে যান এবং যাতে কোনও ভাবেই সংঘর্ষের স্থানের দিকে না থাকেন।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা দূতাবাসের

পশ্চিম ইউক্রেন হয়েই সীমান্ত পার করে পোল্যান্ড বা রোমানিয়ার মতো পড়শি দেশে গিয়ে সেখান থেকে দেশে ফেরার বিমানে উঠতে পারবেন পড়ুয়ারা । এদিকে ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, ইউক্রেনের রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে উদ্ধারকাজের জন্য।

Most Popular

error: Content is protected !!