Saturday, May 18, 2024
spot_img
Homeবিদেশদেশ ছাড়ার প্রস্তাব খারিজ জেলেনস্কির, বার্তা স্বাধীনতা রক্ষার

দেশ ছাড়ার প্রস্তাব খারিজ জেলেনস্কির, বার্তা স্বাধীনতা রক্ষার

সংবাদ সংস্থা: ইউক্রেনের অন্যান্যা প্রান্তের মতো এবার রাজধানী কিয়েভের দখল নিতেও তৎপর রুশ সেনা৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে, কিয়েভের একটি অংশে রুশ সৈনিকদের সঙ্গে সম্মুখ সমরে নেমেছে ইউক্রেন সেনা৷ রাস্তাতেই তারা স্ট্র্যাটেজিক পজিশন নিয়েছে৷ শনিবার ভোররাত থেকেই রাজধানী কিয়েভের দিকে ঝড়ের গতিতে এগোতা চাইছে পুতিন সেনা৷ ফলে শহরের বিভিন্ন রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে খবর৷

দেশ ছাড়ার প্রস্তাব খারিজ জেলেনস্কির, বার্তা স্বাধীনতা রক্ষার

পরিস্থিতি কঠিন হলেও দেশ ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, আমেরিকার তরফে ইউক্রেনের প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছিল তিনি দেশ ছাড়তে চাইলে তাঁকে নিরাপদে বের করে আনা হবে৷ কিন্তু সেই প্রস্তাব নাকচ করে ভলোদিমির জানিয়েছেন, “লড়াই চলছে, আমাদের অস্ত্র চাই, বাহন নয়৷আমরা সবাই এখানে আছি৷ সেনা বাহিনী আছে, দেশের মানুষ আছেন৷ দেশ বাঁচানোর, স্বাধীনতা বাঁচানোর লড়াই করছি আমরা৷”

Most Popular

error: Content is protected !!