Saturday, May 18, 2024
spot_img
Homeদেশআক্রমণ অব্যাহত রাশিয়ার, ইউক্রেনের পাশে আমেরিকা-ব্রিটেন সহ ২৮ দেশ

আক্রমণ অব্যাহত রাশিয়ার, ইউক্রেনের পাশে আমেরিকা-ব্রিটেন সহ ২৮ দেশ

সংবাদ সংস্থা: ইউক্রেন হামলার তৃতীয়দিনেও ধ্বংসলীলা রাশিয়ার। রাজধানী কিভে বহুতলে মিসাইল হামলা রাশিয়ার। শহর জুড়ে কার্যত ধ্বংসস্তূপ। ৮২১টি সামরিক ঘাঁটিতে হামলা রুশ সেনার। ক্ষতিগ্রস্ত বায়ুসেনা ঘাঁটি থেকে অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সিস্টেম। ধ্বংস করা হয়েছে ৭টি যুদ্ধবিমান, ৭টি হেলিকপ্টার, ৮৭টি ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি। ২৮টি মাল্টিপল রকেট লঞ্চার, ১১৮টি ইউক্রেন সেনার গাড়িও ধ্বংস হয়েছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের।

আক্রমণ অব্যাহত রাশিয়ার, ইউক্রেনের পাশে আমেরিকা-ব্রিটেন সহ ২৮ দেশ

রাশিয়ার শতাধিক সেনা ও সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়েছে খারকিভে। পাল্টা দাবি ইউক্রেনের। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়াল ২৮ দেশ। আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বহু দেশ ইউক্রেনকে সাহায্যে প্রস্তুত। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে পাঠানো হচ্ছে আরও অস্ত্র।পাঠানো হচ্ছে সামরিক সরঞ্জাম ও ওষুধ ।

Most Popular

error: Content is protected !!