Sunday, May 19, 2024
spot_img
Homeরাজনীতিদলবিরোধী কাজে অভিযুক্ত ২০ জন নেতা-কর্মীকে বরখাস্ত তৃণমূলের

দলবিরোধী কাজে অভিযুক্ত ২০ জন নেতা-কর্মীকে বরখাস্ত তৃণমূলের

স্টাফ রিপোর্টার: পুরভোটের আগে দলবিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কড়া বার্তা দিয়ে দলবিরোধী কাজে অভিযুক্ত ২০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করল মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল।বুধবার দুপুরেই মেদিনীপুর জেলাপরিষদ হলে বৈঠকে বসেন জেলার দুই কো-অর্ডিনেটর সহ দুই সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্ব।

দলবিরোধী কাজে অভিযুক্ত ২০ জন নেতা-কর্মীকে বরখাস্ত তৃণমূলের

৭ সদস্যের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত নেতা-কর্মীরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হবে। সেইমতো খড়গ্পুর পুরসভার ৫ জন, মেদিনীপুর পুরসভার ৭ জন, চন্দ্রকোনা পুরসভার ১ জন, ক্ষীরপাই পুরসভার ১ জন ও রামজীবনপুর পুরসভার ১ জনকে দল থেকে বহিষ্কার করা হয়।

দলবিরোধী কাজে অভিযুক্ত ২০ জন নেতা-কর্মীকে বরখাস্ত তৃণমূলের

একইসাথে নিজের পরিবারের সদস্যদের অন্য দল কিংবা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানোয় দল থেকে বহিষ্কার করা হয় আরও ৫ নেতাকে। খড়্গপুরের যুব তৃণমূল সভাপতি অসিত পালকেও সরানো হয় তার দায়িত্ব থেকে।

Most Popular

error: Content is protected !!