Sunday, May 19, 2024
spot_img
Homeরাজনীতিআগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের আদালতে বিজেপি, সিপিএম

আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের আদালতে বিজেপি, সিপিএম

স্টাফ রিপোর্টার : বাকি ১০৮টি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি তুলল বিজেপি । নির্বাচন কমিশনের অফিসে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবি করা ছাড়াও, তাদের প্রার্থীদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগও তোলে গেরুয়া শিবির। নির্বাচনের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলা হয়।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষার আর্জি জানানো হয়েছে।

আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের আদালতে বিজেপি, সিপিএম

১ জন নিরপেক্ষ পর্যবেক্ষক ও নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগের আর্জি জানানো হয়েছে।বিজেপি নেতা শিশির বাজোরিয়ার দাবি, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, মনোনয়নে বাধা দিচ্ছে। অফিসাররা বিভ্রান্তি তৈরি করছে।’ বিজেপি-র পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএমও।

আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের আদালতে বিজেপি, সিপিএম

তাদের দাবি, সুষ্ঠুভাবে ভোটের জন্য সিল করে দেওয়া হোক সীমানা এলাকা। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব বলেছেন, ‘বাইরে থেকে লোক আসছে। সীমানা সিল করতে হবে।’

Most Popular

error: Content is protected !!