Monday, May 20, 2024
spot_img
Homeজেলাকাকদ্বীপে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির অবস্থান-বিক্ষোভ

কাকদ্বীপে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির অবস্থান-বিক্ষোভ

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : শিক্ষানীতি ২০২০ এবং পাড়ায় শিক্ষালয়- এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির প্রতিনিধিরা। সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন। এদিন অবস্থান-বিক্ষোভ এর পাশাপাশি কাকদ্বীপ মহকুমা কমিটির প্রতিনিধিরা পথসভারও আয়োজন করেন।

কাকদ্বীপে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির অবস্থান-বিক্ষোভ

এ বিষয়ে অল বেঙ্গল সেভ এডুকেশন-এর কাকদ্বীপ মহকুমা কমিটির সম্পাদক ঝন্টু মাইতি জানান, রাজ্য সরকারের পাড়ায় শিক্ষালয় কর্মসূচি, আসলে একটি প্রহসন। এই কর্মসূচির ফলে করোনা ছাত্রছাত্রীদের মধ্যে আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। আর তাই এই কর্মসূচির প্রতিবাদে এবং স্কুলের দরজা খুলে দেওয়ার দাবিতে, এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

কাকদ্বীপে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির অবস্থান-বিক্ষোভ

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রত্যাহারের দাবিতে সারা রাজ্য জুড়ে আজ এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে।” আগামী দিনে আরও নানান কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Most Popular

error: Content is protected !!